রূপনারায়ণের পাড়ে গানে গানে মন্ত্রোচ্চারণে দেবী আবাহনের সূচনা

0
57

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকার রূপনারায়ণ নদীর পাড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংকেত’-র উদ‍্যোগে প্রতি বছরেই মহালয়ার আগের সকাল থেকেই শুরু হয়ে যায় “ওগো আমার আগমনী” শিরোনামে নানা অনুষ্ঠান।

people | newsfront.co
মন্ত্রোচ্চারণ ৷ নিজস্ব চিত্র

বিশ্ব মহামারির দানবীয় দাপটে এবার জীবন-যুদ্ধে লিপ্ত প্রায় সকল দেশবাসী। গত ৬ মাসে জনজীবনে নেমে এসেছে ভয়ানক বিপর্যয়। এই পরিবেশের মধ্যেই মহালয়ার প্রাক্ মূহুর্তে, অর্থাৎ আগের দিন ১৬ই সেপ্টেম্বর থেকে কোলাঘাটের রূপনারায়ণ নদীর গৌরাঙ্গঘাটে শুরু হয়ে গেল চিত্তাকর্ষক ও বর্ণময় আগমনী অনুষ্ঠান।

boat | newsfront.co
নিরাপত্তা ৷ নিজস্ব চিত্র

গানে কবিতায় নৃত্যে অংশ নেয় প্রায় ৩০ জন শিশু ও কিশোর। আয়োজকদের পক্ষে সৌগত চক্রবর্তী বলেন, “এই ব‍্যতিক্রমী সময়ের নিয়মবিধি কে মান‍্যতা দিতে আমরা এবছর কোন আগাম প্রচার করিনি। খুবই সীমিত সংখ্যক মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

dance | newsfront.co
নৃত্যানুষ্ঠান ৷ নিজস্ব চিত্র

কঠিন পরিস্থিতিতে এই বছরে শারদীয়া উৎসব হবে না এটা ভাবতেই পারছিনা। আমরাও চাই সবরকম সুরক্ষাবিধি মেনে ছোট আকারে হলেও এই লোকউৎসব পালিত হোক। সেই প্রত‍্যাশাতেই মহালয়া উপলক্ষ‍্যে বরাবরের মত আমাদের এই আয়োজন।

child | newsfront.co
কচি-কাঁচাদের উচ্ছ্বাস ৷ নিজস্ব চিত্র

আজ ১৬ সেপ্টেম্বর এবং আগামীকাল মহালয়ার দিন রূপনারায়ণের পাড়ে থাকবে নানা ধরণের অনুষ্ঠান। প্রতি বারেই ভোর থেকে বহুমানুষ এই ঘাটে তর্পণ করতে আসেন।

আরও পড়ুনঃ মেদিনীপুরে স্থানীয় ক্লাবের উদ্যোগে মাস্ক-সাবান বিলি

এবছর যারাই তর্পণ করতে আসবেন , সবার হাতে হাতে গাছের চারা, সংকেত প্রকাশিত করোনা প্রতিরোধ সচেতনতায় চব্বিশ পাতার পকেট বই ‘করোনা রক্ষাকবচ’ গোলাপ ফুল তুলে দিয়ে ও চা-চক্রে আপ‍্যায়িত করা হবে। “সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মঞ্চ ও চিত্রাভিনেত্রী রুমা চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here