সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
মোদীর ‘আত্মনির্ভর ভারত’ প্যাকেজের তৃতীয় দফার ঘোষণা সম্পূর্ণ। অর্থনীতিকে দাঁড় করতে ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের জন্য একগুচ্ছ ঘোষণা করা হলেও কর্মসংস্থান, অর্থের জোগান বা পরিযায়ী শ্রমিকদের হাতে সরাসরি টাকা তুলে দেওয়ার বিষয়ে কিছুই ঘোষণা হয়নি।
ইতিমধ্যে ভারতেই কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছেন, অনেক বেসরকারি অফিসেও ঝুলেছে তালা। সেই অসহায় মানুষ গুলোর রুজি রোজগার নিয়ে কোনো কথাই বলেনি অর্থমন্ত্রী। নতুন কোনো কর্মসংস্থান এর কথাও ঘোষণা করেননি তিনি।
২০ লক্ষ কোটি টাকা প্যাকজের ঘোষণা করতেই পরিযায়ী শ্রমিক, হকার, ক্ষুদ্র চাষীদের জন্য একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেন নির্মলা। যদিও আর্থিক সঙ্কট থেকে পরিত্রাণের দিশা মিলল না সেটা বলা যাচ্ছেনা। কৃষি, মৎস্য, পশুপালন, দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন এদিন অর্থমন্ত্রী।
আরও পড়ুনঃ “আমরা কিভাবে তাদের হাঁটা আটকাবো?”: শ্রমিকদের ব্যাপারে শীর্ষ আদালত
১ লক্ষ কোটির প্যাকেজ কৃষির পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হচ্ছে বলে জানান তিনি। কৃষি ক্ষেত্রের বিশেষ করে নজর দিয়ে ১১টি মতো প্যাকেজের কথা বলে নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী জানান, বিগত দু’মাসে লকডাউন চলাকালীন ন্যূনতম সহায়ক মূল্যে (msp) কৃষকদের থেকে ৭৪ হাজার ৩০০ কোটি টাকার খাদ্য শস্যের ক্রয় করা হয়েছে।
কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছে টাকা। দুধের চাহিদা ২০ থেকে ২৫ শতাংশ কমে গিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দুগ্ধ সমবায়গুলির জন্য ২ শতাংশ সুদের ছাড় দেওয়া হবে। এদিন মৎস্যচাষীদের জন্য সমুদ্রে মাছ ধরা এবং মৎস্য পালন সংক্রান্ত অন্যান্য সব কিছুর অনুমতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা মৎস্যসম্পদ যোজনায় জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584