নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বুধবার গভীর রাতে গয়া-ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি এক বড়সড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। যার জেরে রুট বদল করা হয় রাজধানী সহ অন্য আরও কয়েকটি ট্রেনের। তবে এই বিস্ফোরণে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে মাওবাদীর। ঘটনাস্থল থেকে একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টারও পাওয়া গিয়েছে। বড় কোন নাশকতার ছকও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। যে কারণে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের কর্মকতারাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিপিআই(মাওবাদী) পলিটব্যুরোর সদস্য প্রশান্ত বসু এবং তাঁর স্ত্রী শীলা মারান্ডিকে গ্রেফতারের প্রতিবাদে ২৭ জানুয়ারি ঝাড়খণ্ড-বিহারে বনধে্র ডাক দেয় মাওবাদীরা। এরপর থেকেই রেলকে টার্গেট করেছে মাওবাদীরা।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া, এই অভিযোগ ভিত্তিহীন আদালতে দাবি রাজ্যের
নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এই ট্রেনগুলি ধানবাদ-গয়া রুটের বদলে পটনা-ঝাঁঝর রুট হয়ে চলবে বলে রেলসূত্রে জানানো হয়েছে। নিরাপত্তার কারণে, হাওড়া-দিল্লি রেল রুটের গোমো-গয়া (জিসি) রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ধানবাদ-দেহরি এক্সপ্রেস, গয়া-আসানসোল প্যাসেঞ্জার এবং আসানসোল-বারাণসী প্যাসেঞ্জার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584