জামবনিতে মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে উত্তেজনা

0
78

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঠিকাদারের পর এবার গ্রাম পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার পড়ল জঙ্গলমহলে। মঙ্গলবার সকালে জামবনি থানার বালিজুড়ি গ্রামে মাও নামাঙ্কিত এই পোস্টার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। পোস্টারগুলিতে লাল কালিতে লেখা ছিল “কাপগাড়ি অঞ্চলের চোরদের খতম তালিকা, ১ ,প্রধান ( ১ কোটি টাকার দুর্নীতি ) ২ ,ইঞ্জিনিয়ার ” এবং অন্য একটি পোস্টারে লেখা হয়েছিল ” মাওবাদী আছে সারাজীবন থাকবে” নিচে সিপিআই মাওবাদী উল্লেখ রয়েছে।

poster | newsfront.co
নিজস্ব চিত্র

পোস্টারের খবর পেয়ে জামবনি থানার পুলিশ সকালেই পোস্টার গুলিকে উদ্ধার করে বলেও জানা যায় । পুজোর সামনে আবার পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে। এই পোস্টার গুলি মাওবাদীদের না স্থানীয় কিছু মানুষ যারা পুনরায় এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের খতিয়ে দেখছে পুলিশ।

WhatsApp Image 2020-10-20 at 12.45.19 PM | newsfront.co
উদ্ধার হওয়া পোস্টার ৷ নিজস্ব চিত্র

প্রসঙ্গত ১৫ আগস্ট বেলপাহাড়ি বাঁকশোল ও শালতল গ্রাম-সহ বিভিন্ন গ্রামে সিপিআই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। যেগুলোতে ১৫ আগস্টকে কালা দিবস পালনের আরজি জানিয়ে ছিল মাওবাদীরা। তার কিছুদিন পরেই বেলপাহাড়ি থানা থেকে মাত্র দু’কিলোমিটার দূরে হড়দা এর মোড়ে এক ঠিকাদারকে কাজ বন্ধ করার হুমকি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ে।

আরও পড়ুনঃ হাইকোর্টের রায় না বদলালে ই-পাসের দাম ফেরাবে ‘ফোরাম ফর দুর্গোৎসব’

তার কিছুদিনের মধ্যেই বেলপাহাড়ীর বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ণাপানি গ্রামে এক ব্যবসায়ীকে টাকা চেয়ে মাওবাদী নামাঙ্কিত চিঠি যায় তার বাড়িতে। অভিযোগ রাতের অন্ধকারে গুলিও চলেছিল ওই ব্যবসায়ীর বাড়িতে। কিছুদিন আগে বেলপাহাড়ির ঢাঙ্গীকুসুমে কিছু পর্যটক বেড়াতে গিয়ে সশস্ত্র ৭ জন মাওবাদীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল তাদের মোবাইল ফোন।

আরও পড়ুনঃ পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সতর্ক থাকুন! বাড়ি ফিরে জানালেন দিলীপ ঘোষ

এমনই এক গুজব রটেছিল জঙ্গলমহলে। তারপরেই ঝাড়গ্রামে ছুটে আসেন রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্র। ঝাড়গ্রাম পুলিশ লাইনে উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি ঢাঙ্গীকুসুম গ্রামের ওই পর্যটক স্থানটি পরিদর্শনে যান। ৭ অক্টোবর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য সেদিন দাবি করেছিলেন কিছু মানুষ টাকার বান্ডিল নিয়ে এই এলাকায় অশান্ত করার চেষ্টা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here