বেলপাহাড়িতে মাওবাদীদের নাম করে টাকা চেয়ে চারজনের বাড়ির দরজায় পড়ল চিঠি

0
34

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

মাওবাদী নামাঙ্কিত তােলা আদায়ের চিঠি এবং গুলির আওয়াজে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের পঁচাপানির ঘটনায় পুলিশ গােয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ শান্ত জঙ্গলমহলে প্রায় নয় বছর পর এরকম ঘটনা পুরােনাে স্মৃতিকে উস্কে দিয়েছে।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

মাওবাদীদের নাম করে টাকা চেয়ে চারজনের বাড়ির দরজায় পড়েছে চিঠি। সেই চিঠিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের পঁচাপানি গ্রামে।

bomb | newsfront.co
নিজস্ব চিত্র

গত ২৫ জুলাই গ্রামের এক কন্ট্রাক্টর তথা গ্যাসের এজেন্ট বিদ্যুৎ দাস, শিক্ষক তরুণ মণ্ডল, এলআইসি এজেন্ট লক্ষীকান্ত দাস, ভুসিমাল দোকানি সুশীল মণ্ডলের বাড়ির দরজায় সকালে পাথর চাপা দেওয়া অবস্থায় চিঠি পড়ে থাকতে দেখেন তারা।

আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ফুঁসছে নন্দীগ্রাম

ওই চিঠিতে বলা হয়েছিল ২৮ জুলাই এর মধ্যে টাকা দিতে হবে। টাকা না দিলে পরিবারের সদস্যদের খুন করা হবে। টাকা চাওয়ার ঘটনায় চার ব্যক্তি প্রথমে গুরুত্ব না দিলেও চিন্তা বাড়িয়েছে গত ২৭ আগস্ট রাতে গ্রামের মধ্যে এক আওয়াজে।

ওই চারজনের মধ্যে এক ব্যক্তি বিদ্যুৎ দাসের দাবি,”আমি ছাদ থেকে টর্চ মারতেই নিচ থেকে একজন গেঞ্জি পরা ও মুখে গামছা দেওয়া অবস্থায় গুলি করে। ভয়ে আমি ও আমার স্ত্রী সরে যায়। তারপরেই ওই লোকটি ওল গাছের পাশ দিয়ে জঙ্গলের দিকে পালিয়েছে।”

আরও পড়ুনঃ জঙ্গলমহল জুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল করম পরবের অনুষ্ঠান

বিষয়টি জানাজানি হতেই গ্রামের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও কোন ব্যক্তি বিষয়টি নিয়ে থানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ করেননি। ওই দিনের পর থেকেই পঁচাপানি গ্রামে রাতে দেওয়া হচ্ছে পুলিশি টহল।

জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন, “কোনও ব্যক্তিই এখনও লিখিত অভিযােগ করেননি। গুলি চলেছিল কিনা সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here