নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ
পুরুলিয়া জেলার বরাবাজারে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার। এবারে সরাসরি বরাবাজার থানার আইসি, মানবাজার এসডিও-কে নিশানা করা হয়েছে পোস্টারগুলিতে। পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে বিএলআরও অর্থাৎ ভুমি সংস্কার দপ্তরের আধিকারিককেও।
সোমবার সকালে একসঙ্গে ৭টি পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়, শুরু হয়েছে তদন্ত। বরাবাজার থানা এলাকার শুকুরহুটু, উলদা মোড়, তিলাইডি, বানজোড়া, মানপুর, সিন্দরি ও চন্দনপুর গ্রাম থেকে সোমবার এই পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। ‘সিপিআই-মাওবাদী’ নামাঙ্কিত এই পোস্টারগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করা হয়েছে।
বরাবাজার থানার আইসি সৌগত ঘোষ, মানবাজারের মহকুমাশাসক শুভজিৎ বসু ও ভুমি সংস্কার দপ্তরের আধিকারিককে সরাসরি নিশানা করে সতর্ক করেছে। জেলা প্রশাসনের এই স্তরের আধিকারিকদের এভাবে হুমকি দিয়ে ‘মাওবাদী’ নামাঙ্কিত পোস্টারের নজির পুরুলিয়ার জঙ্গলমহলে এর আগে সেভাবে দেখা যায়নি। উল্লেখ্য, বেশ কয়েকটি পোস্টারে মাওবাদী নেতা ধনঞ্জয়ের নামও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ “মাথা নত করব না, লড়াই করব”, ৯ঘণ্টা জেরার পর ইডির দপ্তর থেকে বেরিয়ে অভিষেক
এর আগেও বেশ কয়েকবার বরাবাজারে ‘মাওবাদী’ নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। বারেবারে এই ঘটনা ঘটতে থাকায় চাঞ্চল্য় তৈরি হয় এলাকায়। পুরুলিয়া জেলার পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন এই বিষয়ে যথাযথ তদন্ত শুরু করেছে পুলিশ , পাশাপাশি পুলিস প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করারও আশ্বাস দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584