অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
নাপোলি স্টেডিয়াম নামাঙ্কিত হয়েছে প্রয়াত ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার নামে আর এবার ভারতে বসতে পারে দিয়েগোর মূর্তি। দৌড়ে আছে দুটো নাম কলকাতা ও কেরালা।
ববি চেমানুর ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ওই মিউজিয়ামে মারাদোনার সোনার একটি মূর্তি থাকবে, যা তৈরি হবে ‘হ্যান্ড অফ গড’-এর আদলে। এই মিউজিয়াম হয় কলকাতা, নয়ত দক্ষিণ ভারতের কোনও শহরে হবে। মারাদোনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে ওই মিউজিয়ামে।
আরও পড়ুনঃ গতবারের থেকে চল্লিশ শতাংশও ফুটবল খেলছি নাঃ হাবাস
এক সাংবাদিক সম্মেলনে চেমানুর জানান, শিল্প এবং প্রযুক্তির সংমিশ্রণে তৈরি হবে মারাদোনা মিউজিয়াম। মূল আকর্ষণ অবশ্যই মারাদোনার ‘হ্যান্ড অফ গড।’ এবার প্রহর গোনার অপেক্ষা যদি কলকাতার ভাগ্যে শিকে ছেড়ে সেটা হবে চমকপ্রদ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584