মারাদোনার চিঠি : লেনিনের মতো সংরক্ষিত হোক আমার দেহ

0
61

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

সামনে এল দিয়েগো মারাদোনার চিঠি। ১৩ অক্টোবর নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে সই করে গিয়েছিলেন তিনি। বিশ্ববিখ্যাত নেতা কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মতোই তাঁর দেহ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

Maradona | newsfront.co

১৯২৪ সালে মারা গিয়েছিলেন লেনিন। মস্কোর রেড স্কোয়ারে তাঁর দেহ সংরক্ষণ করা রয়েছে। মারাদোনার ইচ্ছা তাঁর দেহও সংরক্ষণ করা হোক, সঙ্গে তাঁর ট্রফি। মারাদোনা লেখেন, “গভীর ভাবে চিন্তা করার পর, আমার ইচ্ছা যে আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাঁদের ভালবাসা জানিয়ে যাক সেখানেই।”

আরও পড়ুনঃ কব্জিতে চিড় বাকি তিন টেস্টে অনিশ্চিত শামি, বিকল্প সিরাজ

মারাদোনার আইনজীবী মারিয়ো বাউড্রি জানিয়েছেন, বেলা ভিস্টার কবর থেকে মারাদোনার দেহ তুলে আনার ভাবনার কথা। তিনি বলেন, “এমন কথাও সমাধি করা হোক যেখানে সব ভক্তরা আসতে পারবেন। এই ভাবনা মারাদোনা তাঁর ভাইদের সঙ্গেও আলোচনা করেন।” ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারাদোনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৫ নভেম্বর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here