‘মারাঠা সংরক্ষণ অসাংবিধানিক’ , খারিজ করল সুপ্রিম কোর্ট

0
81

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

২০১৮ সালে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬ শতাংশ আসন সংরক্ষণের আইন চালু করে মহারাষ্ট্রের তৎকালীন বিজেপি সরকার। একটি মামলার পরিপ্রেক্ষিতে সেই আইনের বৈধতা পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয় বিচারপতি অশোক ভূষণ, এল নাগেশ্বর রাও, এস আব্দুল নাজির, হেমন্ত গুপ্তা ও এস রবীন্দ্র ভাট নিয়ে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ-কে।

Supreme court। newsfront.co
ফাইল চিত্র

বুধবার এই আইনকে সংবিধান সম্মত নয় বলে খারিজ করে দেয় বেঞ্চ। আদালত জানায়, এই ১৬% সংরক্ষণের ফলে সামাজিক অ আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য নির্দিষ্ট ৫০% আসন সংরক্ষণের সীমা অতিক্রম করে যাচ্ছে।

আদালত জানিয়েছে, “ সংসদে অনুমোদিত শেষ সংশোধনী অনুযায়ী সামাজিক ও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর তালিকায় নতুন করে কোন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার এক্তিয়ার রাজ্যগুলির নেই। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের তালিকায় নতুন করে কোন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা শুধুমাত্র রয়েছে রাষ্ট্রপতির।” মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী সামাজিক ও আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের ঊর্ধ্বসীমা এখনো ৫০শতাংশ।

তবে আদালত এও বলেছে যে, ওই আইন অনুযায়ী যারা এই সময়ের মধ্যে সরকারি চাকরি পেয়েছেন বা শিক্ষাক্ষেত্রে কোন সুযোগ পেয়েছেন এদিনের রায়ের ফলে তাতে কোন প্রভাব পড়বে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here