বিগত ১২১ বছরে তৃতীয় উষ্ণতম মার্চ দেখল দেশঃ ভারতীয় আবহাওয়া বিভাগ

0
49

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে ২০২১ সালের মার্চ মাসের তাপমাত্রা, মাসিক গড় হিসেবে গত ১২১ বছরের মধ্যে উষ্ণতম। দেশের বিভিন্ন অংশে মার্চ মাসেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

weather | newsfront.co
প্রতীকী চিত্র

আবহাওয়া বিভাগ জানাচ্ছে, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী মার্চ মাসে দেশের গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২.৬৫ ডিগ্রি সেলসিয়াস, ১৯.৯৫ ডিগ্রি সেলসিয়াস ও ২৬.৩০ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮১-২০১০ এই ক্লাইমেটলজি পিরিয়ড অনুযায়ী যা থাকার কথা ৩১.২৪ ডিগ্রি সেলসিয়াস, ১৮.৮৭ ডিগ্রি সেলসিয়াস ও ২৫.০৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ রাফাল নিয়ে বিতর্ক, ভারতীয় সংস্থাকে ১০ লক্ষ ইউরো ‘উপহার’ দিয়েছে ফরাসি সংস্থা দাসো

আবহাওয়া বিভাগের রেকর্ড অনুযায়ী ২০১০ সালের মার্চ মাস ছিল ১২১ বছরে উষ্ণতম, গড় তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় উষ্ণতম মার্চ ছিল ২০০৪ সালে, গড় তাপমাত্রা ছিল ৩২.৮২ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশ কিছু জায়গায় মার্চ মাসে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here