ভারতে অনুষ্ঠিত হল ‘মার্চ ফর সায়েন্স’

0
120

রূপসা দাস , ১৪ই এপ্রিল,কলকাতা: 

প্রমাণভিত্তিক সত্যের পক্ষে বা বিজ্ঞানের ওপর নেমে আসা ক্রমবর্ধমান রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামার যে উদ্যোগ নেওয়া হয়েছিল,গতবছর ২২ শে এপ্রিল ওয়াশিংটন ডিসিতে, এবছর সেই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেই, আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালনের ডাকে সাড়া দিয়ে কলকাতায় আয়োজিত “মার্চ ফর সায়েন্স” চুড়ান্তভাবে সাফল্যমণ্ডিত হল।

শিক্ষক,ছাত্র,গবেষক ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগীতায়। শুধুই কলকাতাই নয়,দিল্লী, মুম্বাই,চেন্নাই,হায়দ্রাবাদ, জামশেদপুর, আগরতলা, গোয়াহাটি,পুনে, চণ্ডীগড়, এরনাকুলাম,তিরুবনন্তপুরম,আমেদাবাদ, পাটনা সহ ভারতের মোট ২৭ টি শহরে এদিন বিজ্ঞানের জন্য পথে নামল মানুষ।

কলকাতায় দুপুর তিনটে নাগাদ মৌলালির রাম লীলা ময়দান থেকে  এই মিছিল শুরু হয় এবং চলে এসপ্ল্যানেড পর্যন্ত। মূলত, কেন্দ্রে ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী শক্তি যেভাবে বৈজ্ঞানিক যুক্তি- বুদ্ধি- প্রমাণকে বিকৃত করে অন্ধবিশ্বাসের প্রোমোশন চালিয়ে যাচ্ছে, তার একটা বড়োসড়ো প্রমাণ মেলে গোমূত্রকে কেন্দ্র করে অপপ্রচারের নমুনা দেখে।

এই অর্থনৈতিক সংকটের মূহুর্তে শিক্ষার বেসরকারিকরণ নিঃসন্দেহে বিজ্ঞানের উপর নেমে আসা এক ভয়াবহ ত্রাস। সেই কারণে এই মূহুর্তে বিজ্ঞানের জন্য মিছিলে হাঁটার প্রাসঙ্গিকতা কার্যতই একটি বৈপ্লবিক পদক্ষেপ। মূলত যে দাবীগুলিকে সামনে রেখে আজকের মিছিল শুরু হয়েছিল, সেগুলি হল-

১.বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত গবেষণার ক্ষেত্রে জিডিপির ৩% এবং সমগ্র শিক্ষার ক্ষেত্রে ১০% জিডিপির বরাদ্দ করতে হবে। ২. ভারতীয় সংবিধানের আর্টিকেল 51A অনুসারে অবৈজ্ঞানিক চিন্তাধারার প্রচার বন্ধ করতে হবে। ৩.বৈজ্ঞানিক প্রমাণের উপর ভিত্তি করে নীতি নির্ধারণ সুনিশ্চিত করতে হবে।

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here