মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
গতকাল সোমবার রাত থেকে স্তব্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম। যার জেরে ৬ ঘন্টায় একধাক্কায় ৬০০ কোটি ডলারের সম্পত্তি খুইয়ে ফেললেন মার্ক জুকারবার্গ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৭৩৪ কোটি টাকা। সোমবার রাত থেকে বিশ্বজুড়ে বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটস অ্যাপ। ফলে নানাধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিশ্বের কোটি কোটি মানুষকে।
শুধুমাত্র বিনোদন নয়, ক্রমশ কর্মক্ষেত্রের ভরসা হয়ে ওঠা এই পরিষেবাগুলো এদিন রাতে আচমকা বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় সমস্যা। সম্প্রতি হুইসলব্লোয়ারের এক কর্মী ফেসবুকের নীতি নিয়ে সমালোচনা করেন। এরপরই জুকারবার্গের এই অর্থ কমেছে। বর্তমানে জুকারবার্গের সম্পত্তির পরিমাণ ১২ হাজার ১৬০ কোটি ডলার। এর ফলে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ নেমে যেতে হয়েছে মার্ক জুকারবার্গকে।
আরও পড়ুনঃ বিদেশে লগ্নী করে কর ফাঁকি, ‘প্যান্ডোরা পেপার্স’-এ নাম সচিন তেন্ডুলকর ও ৬ রাজনীতিবিদের
ব্লুমবার্গের বিলিয়নেবার ইনডেক্সের তালিকায় ৪ নম্বরে ছিলেন জুকারবার্গ। বর্তমানে ৬০০ কোটি ডলার সম্পত্তি খুইয়ে সেই তালিকায় পাঁচ নম্বরে নেমে গিয়েছেন তিনি। ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, মাইক্রোসফট কর্তা বিল গেটসেরও নীচে নেমে গিয়েছেন জুকারবার্গ। সোমবার রাত ৯টা ১৫ মিনিট থেকে বিশ্ব জুড়ে বন্ধ ছিল ফেসবুক, হোয়াসটঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। প্রায় ঘণ্টা সাতেক বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পরিষেবা। এরপরই ৬০০ কোটি ডলার সম্পত্তি খোয়ালেন মার্ক জুকারবার্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584