নেই করোনা সচেতনতার বালাই, লকডাউন উপেক্ষা করেই চলছে বাজার

0
35

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউন অমান্য করে বহু মানুষের সমাগম উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার টুঙিদিঘি বাজারে। মানা হচ্ছে না কোনও সামাজিক দূরত্ব। নজর নেই প্রশাসনের। বৃহস্পতিবার টুঙিদিঘিতে সাপ্তাহিক বাজার বসে। রায়গঞ্জ বা জেলার ব্লক সদরগুলিতে পুলিশ প্রশাসনের নজরদারিতে লকডাউন চললেও গ্রামীণ এলাকার হাট বা বাজারগুলিতে লকডাউন ভেঙেই চলছে মানুষের সমাগম।

mela | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লকডাউনে ব্যাপক ক্ষতি আনারস চাষিদের

সামাজিক দূরত্ব না মেনেই একে অন্যের গা ঘেঁষে করছে বাজার। বিভিন্ন এলাকা থেকে বহু মানুষের এই সমাগম করোনা সংক্রমণের মোকাবিলায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর আগেও রায়গঞ্জের একাধিক এলাকায় এই ছবি দেখা গেছে। শুধু বাজার নয় , বারবার বারণ করা সত্ত্বেও দেখা গেছে একাংশ মানুষ রাস্তায় ঘুরছে। যার কারণে গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে । অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকায় গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে। এমনকি বিভিন্ন রাস্তায় চলা টোটো গুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে । এরপরও হুঁশ ফেরেনি জনগণের ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here