নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে বাজার করার নাম করে অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন কিছু মানুষ। এই অবস্থা রুখতে অস্থায়ী বাজার গড়ে তুলল যুবকেরা। মানুষকে এলাকা ছেড়ে যাতে বাইরে না যেতে হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে চাঁচলের দক্ষিণপাড়া এলাকার যুবকেরা।
লকডাউনের মাঝেই বাজার করার অছিলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে। সেকারনে চাঁচলের দক্ষিণপাড়া এলাকার যুবকেরা এলাকাতেই গড়ে তুলেছে অস্থায়ী বাজার। নিত্য প্রয়োজনীয় শাক-সবজি থেকে মাছ-মাংস সবই মিলছে এখানে। অস্থায়ী এই বাজারে জমায়েত এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।
আরও পড়ুনঃ কালনায় চিকিৎসকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পাশাপাশি বাজার করতে এসে সকলে মাস্ক ব্যবহার করছেন কিনা তা খতিয়ে দেখেছেন স্থানীয় যুবকরা। করোনা সংক্রমণের আশঙ্কা যাতে না বাড়ে তাই এই এলাকায় অস্থায়ী বাজার বসানো হয়েছে বলে স্থানীয় যুবকদের বক্তব্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584