টেস্ট র‍্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়লেন কোহলি, শীর্ষস্থানে অজি ব্যাটসম্যান লাবুসেন

0
50

শরীয়তুল্লাহ সোহন, স্পোর্টস ডেস্কঃ

আজ বুধবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC) সাম্প্রতিক খেলোয়াড়দের পারফরম্যান্স-এর ভিত্তিতে টেস্ট ক্রিকেট ফরম্যাটে র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করলেন। সম্প্রতি অফ বর্মের বিচারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি শীর্ষস্থান হারিয়েছিলেন কিছুদিন আগে। আবারও র‍্যাঙ্কিং তালিকায় পিছনে সরে গেল কিং কোহলি। পাশাপাশি ইংল্যান্ড অধিনায়ক জো রুট, পাক অধিনায়ক বাবর আজম পিছিয়ে পড়েছেন র‍্যাঙ্কিংয়ে। অন্যদিকে প্রথমবার শীর্ষস্থানে পৌঁছালেন অজি ব্যাটসম্যান মারনাস লাবুসেন।

Virat Kohli slips in ICC Ranking

জো রুট শীর্ষস্থান থেকে নেমে এসেছে ২ নম্বরে এবং বিরাট কোহলি ৬ নম্বর থেকে নেমে এসেছে ৭ নম্বরে। এই তালিকায় হিটম্যান রোহিত শর্মা আছেন ৫ নম্বরে।

চলতি অ্যাশেজে সেঞ্চুরি পেয়েছেন লাবুসেন। পাশাপাশি দিনরাত্রির টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাঁকান তিনি। চলতি অ্যাশেজ সিরিজে অনবদ্য পারফরম্যান্স-এর দরুণ তাঁর ৯০০ ছাড়িয়ে যায়। এর ফলে তিনি ডন ব্র্যাডম্যানের কাতারে নাম লেখান। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৯০০ -এর বেশি রেটিং পাওয়া অজি ক্রিকেটার ৫ জন লাবুসেনকে ধরে। এছাড়া অন্য চারজন হলেন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, ম্যাথু হেডেন এবং স্টিভ স্মিথ।

আরও পড়ুনঃ নতুন কোচের হাত ধরে জয়ে ফিরলো মোহনবাগান

অন্যদিকে, বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম দশে একমাত্র ভারতীয় হিসেবে আছেন রবি চন্দন অশ্বিন। তাঁর স্থান দুই নম্বরে। তিন নম্বরে আছেন পাকিস্তানের অন্যতম তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। এছাড়াও মিচেল স্টার্ক দূর্দান্ত বোলিং করে উঠে এসেছেন প্রথম দশে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here