নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আকাশ আটের পর্দায় চলছে ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’। এই ধারাবাহিকের অধিকাংশ সদস্যই পেশায় আইনজীবী। এমনকী গল্পের নায়ক-নায়িকাও তাই।অম্লমধুর সম্পর্ক এবার কেবলই মধুতে পরিণত হতে চলেছে নায়ক-নায়িকা থুড়ি জয়ী আর আদিত্যর মধ্যে। চলছে এনগেজমেন্টের তোড়জোড়।
লাহিড়ী বাড়িতে উৎসবের আমেজ। আশীর্বাদের দিনও পাকা। বিয়ে নিয়ে ব্যাপক উন্মাদনা গোটা বাড়িতে।ওদিকে রিয়া আর বিক্রম নতুন প্ল্যান বানাতে ব্যস্ত।তারা কি ঠিকভাবে হতে দেবে জয়ী আর আদিত্যর বিয়েটা? এহেন প্রশ্ন মেগা সিরিয়ালের ক্ষেত্রে থেকেই থাকে সবসময়।
ধারাবাহিকে বিয়ে মানেই যেমন আনন্দ, তেমনি বিয়ে মানেই কোনও না কোনও গণ্ডগোল তাতে মিশে থাকবেই। এখানেও তেমনই কিছু ঘটবে তা বেশ ভালই জানেন দর্শক।
আরও পড়ুনঃ বুকানের জন্মদিনে হাজির জুন আন্টি, ভাল আন্টি
তবে, তার গভীরতা কতখানি তা জানার পালা চলতি সপ্তাহে। এই সপ্তাহে জয়ী আর আদিত্যর এনগেজমেন্ট দেখবে দর্শক।১৯-২৪ এপ্রিল চোখ রাখতে ভুলবেন না আকাশ আটের পর্দায়, ঠিক সন্ধে সাড়ে ৭ টায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584