সেনার সাফল্য ভোটযুদ্ধে ব্যবহারে ক্ষোভ প্রকাশ পুলওয়ামায় শহীদ সেনার কন্যার

0
57

নিউজফ্রন্ট,ওয়েব ডেস্কঃ

ভোটের মুখে সেনাকে নিয়ে রাজনীতি করার ব্যাপারে প্রশ্নের মুখে পড়ল মোদি সরকার । বিরোধীরা বারবার সেনার সাফল্যকে নির্বাচনে কাজে লাগানোর অভিযোগ করে মোদী তথা বিজেপিকে আক্রমণ করেছেন।বিশেষত কংগ্রেস বারবার এ নিয়ে আঙ্গুল তুলেছে বিজেপির দিকে।

martyrs daughter angry for army's success used in vote warএবার কংগ্রেস ও বিজেপির সেনা রাজনীতি নিয়ে পারস্পারিক তরজা প্রসঙ্গে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন পুলওয়ামা হামলায় নিহত সেনা জওয়ান কুশলকুমার রাওয়তের মেয়ে অপূর্বা রাওয়ত।অপূর্বার কথায়,”নিহত সেনাদের রাজনীতিতে টেনে আনার অর্থ তাঁদের অপমান করা।সেনা সবার স্বার্থে কাজ করে। সন্ত্রাস হানায় মোদীর পরিবারের কেউ নিহত হলেও সেনাবাহিনী রুখে দাঁড়াবে। রাহুল গাঁধীর পরিবারের কেউ মারা গেলেও সেনা লড়াই চালাবে।”তার কথায়,”মোদী বা রাহুলের জন্য মারা যাননি আমার বাবা।দেশের জন্য প্রাণ দিয়েছেন।”

তিনি ক্ষোভ প্রকাশ করে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আরও প্রশ্ন করেছেন ,”সেনাকে টেনে না এনে কি ভোটে লড়তে পারেন না আপনারা?”

আরও পড়ুনঃ রামমন্দির নির্মানের সংকল্প রইল,বাদ গেল কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহার থেকে

প্রসঙ্গত উল্লেখ্য,এরই মধ্যে কয়েক দিন আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গাজিয়াবাদে নির্বাচনী প্রচারে গিয়ে পুলওয়ামা হামলার প্রতিশোধ স্বরূপ পাকিস্তানের বালাকোটায় ভারতীয় বায়ুসেনার পাল্টা প্রত্যাঘাত প্রসঙ্গে ভারতীয় সেনাকে “মোদি কি সেনা” বলে মন্তব্য করায় দেশজুড়ে বিতর্কের মধ্যে পড়ে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here