Tokyo Olympics: অলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে মেরি কম, টেবিল টেনিসে তৃতীয় রাউন্ডে মণিকা

0
69

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

অলিম্পিক্সে আরও একবার পদক জয়ের স্বপ্ন নিয়ে জোরালো পাঞ্চ দিয়ে খেলা শুরু করলেন এম সি মেরি কম। মহিলাদের ফ্লাই ওয়েট বিভাগে ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্দেজ গার্সিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন মেরি কম।

Mary Kom Manita Batra
মেরি কম-মনিকা বাত্রা

চলতি টোকিও অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার ভারতের এই মহিলা বক্সার। অলিম্পিক্সে প্রথম দুটি রাউন্ডের পরে মেরি ও বিপক্ষের স্কোর সমান সমান ১৯-১৯ হয়। কিন্তু এরপর নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান মেরি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন মেরি।

মেরি কমের এই জয়ের খবর পাওয়ার আগে এল আরও এক সুখবর। রবিবার দুপুরে টোকিও অলিম্পিক্সে দু’বার পিছিয়ে পড়ে কামব্যাক করলেন মনিকা বাত্রা। অলিম্পক্সে মহিলাদের টেবল টেনিসের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের পেসোৎস্কাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় প্যাডলার।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন মনিকা। প্রথম দুটি রাউন্ডে প্রতিপক্ষ পেসোৎস্কার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি ভারতের প্যাডলার। প্রথম দুই রাউন্ডে ৪-১১, ৪-১১ ফলে পিছিয়ে পড়লেও পরে মণিকা পরপর দুটো সেটে জিতে কামব্যাক করেন। তৃতীয় সেটে ১১-৭ ফলে জয় হয় মণিকার। এরপর চতুর্থ সেটে দুরন্ত লড়াই করে ১২-১০ ফলে জয়ী হন মণিকা।

আরও পড়ুনঃ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন প্রিয়া মালিক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Tokyo P V Sindhu
পি ভি সিন্ধু, সৌজন্যেঃ রয়টার্স

অন্যদিকে, ভারতীয় সময় রবিবাসরীয় সকালে প্রথম রাউন্ডে ইজরায়েলের পলিকারপোভাকে হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলেন সিন্ধু। এদিন প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগই দেননি সিন্ধু। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু। প্রথম সেটে মাত্র ১৩ মিনিটে ২১-৭ ফলে প্রতিপক্ষকে পরাজিত করেন সিন্ধু। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করেন ইজরায়েেলের পলিকারপোভা। দ্বিতীয় সেটে মাত্র ১৬ মিনিটে ২১-১০ ফলে শেষ করে ম্যাচ জিতে নেনে সিন্ধু। আধঘন্টারও কম সময়ে ম্যাচ জিতে পরের রাউন্ডে অর্থাৎ তৃতীয় রাউন্ডে প্রবেশ করলেন পি ভি সিন্ধু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here