হোয়াইট হাউস ছাড়া মাত্রই জেলে যেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, দাবি ভাইঝি মেরি ট্রাম্পের

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে উঠবেন জো বিডেন। এই কারণে ২০ জানুয়ারির আগেই হোয়াইট হাউস ছাড়তে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনে হার না মানতে মরিয়া চেষ্টা করে যাচ্ছেন তিনি, তবে তার ফল যে কিছুই হবে না তা তিনি নিজেও বুঝে গিয়েছেন।

Donald Trump | newsfront.co
কোলাজ চিত্র

উল্টোদিকে নতুন প্রেসিডেন্টকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে, কাজেই ট্রাম্পের হাতে যে বিশেষ কিছুই আর করার নেই তা স্পষ্ট। এবার তার ভাইঝি মেরি ট্রাম্প জানালেন, হোয়াইট হাউস ছাড়ার পরই জেলে যেতে হবে ট্রাম্পকে।

ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী ও প্রতারক বলে অভিহিত করেন মেরি ট্রাম্প। মেরি ট্রাম্প শনিবার সংবাদ সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে এবং তাঁর যথাযথ বিচার করতে হবে।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনের সমর্থনে পুরস্কার ফেরানোর হুঁশিয়ারি বিজেন্দরের

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ আর কোনো প্রেসিডেন্ট আসতে না পারে সেজন্যই ট্রাম্পের যথাযথ বিচার করতে হবে।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনও ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে দাবি করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সে বিষয়ে মেরি ট্রাম্প বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ তিনি কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেননি।

আরও পড়ুনঃ ভারতীয় বিজ্ঞানী ডঃ ইউসুফ হামিদের নামে কেমব্রিজের রসায়ন বিভাগ

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তাঁর ভাইঝি মেরি ট্রাম্প। এতে তিনি অভিযোগ করেছেন উত্তরাধিকারী হিসেবে প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এমন কিছু বেআইনি পদক্ষেপ নিয়েছেন যার ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু দেশের প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা ভোগ করছেন তিনি। ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না তখন আমেরিকার বিচার বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here