জনসচেতনতা বৃদ্ধি স্বেচ্ছাসেবী সংগঠনের

0
29

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা জুড়ে কাজ করছে গণজাগরন মঞ্চ। তার অঙ্গ হিসেবে গণজাগরন মঞ্চের পক্ষ থেকে শনিবার ফালাকাটা ট্র্যাফিক, চৌপথী ও মেন রোড স্যানিটাইজ করা হয়। পথচলতি মানুষের হাতে মাস্ক ও হেড ক্যাপ তুলে দেওয়া হয়।

people | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও এদিন ভ্রাম্যমাণ প্রায় ১৫০ টি টোটো স্যানিটাইজ করে দিয়ে টোটো চালকদের হাতে মাস্ক ও হেড ক্যাপ প্রদান করা হয়। এই কর্মসূচিতে সামিল হয়েছে আলিপুরদুয়ার গণজাগরন মঞ্চের সচিব বাবুন দাস, কোষাধ্যক্ষ নবকুমার ভট্টাচার্য, সদস্য নেপাল সূত্রধর ও সুমিত দেবনাথ। এদিন গণজাগরণ মঞ্চের আলিপুরদুয়ার জেলার সভাপতি ডঃ প্রবীর রায় চৌধুরী জানান, “নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় দরকার অযথা আতঙ্কিত না হয়ে কোভিড-১৯ প্রোটোকল মেনে প্রত্যেককে চলা।

আরও পড়ুনঃ শালবনিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

বলতে দ্বিধা নেই অনেকের মধ্যে সচেতনতার অভাব এখনও দেখা যাচ্ছে । সে কারণে গণজাগরন মঞ্চ গত মার্চ মাস থেকে জেলা জুড়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচার চালাচ্ছে। আজকে ফালাকাটায় এই কর্মসূচি সংগঠিত করা হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here