মাস্ক হাতে কোচবিহারের রাস্তায় ঘুরছে জ্যান্ত অসুর

0
71

মনিরুল হক, কোচবিহারঃ

মারণ ভাইরাস করোনার বিস্তার,গোটা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলাতেও ছড়িয়ে পড়েছে । সেই ভাইরাসের সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে বিভিন্নভাবে সচেতন করে যাচ্ছে জেলা পুলিশ-প্রশাসন। কিন্তু তাতেও যেন মানুষের শিক্ষা হচ্ছে না।

mask | newsfront.co
মাস্ক বিতরণে মহিষাসুর

বাড়ির বাইরে বেরনোর সময় মাস্ক ব্যাবহার করতে বলা হয় বারবার। কিন্তু তাতেও লাভ হয় নি। কিছু মানুষ আছে যে তারা বাড়ির বাইরে বের হলে কোন মাস্ক ব্যবহার করেনা ,ওই অবস্থায় তারা হাটে-বাজারে, বিভিন্ন দোকানে বা রাস্তায় ঘুরে বেড়ায়। সেই সমস্ত মানুষকে জেলা পুলিশ প্রশাসন অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেও সচেতন করতে পারেনি ৷ এমতবস্থায় বাধ্য হয়ে মর্ত্যে এক মহিষাসুরের আগমন ঘটেছে ৷

people | newsfront.co
অভিনব উদ্যোগ ৷ নিজস্ব চিত্র

রবিবার কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে এক ব্যক্তি মহিষাসুর রূপে মাস্ক হাতে ঘুরে বেড়াচ্ছে ভবানীগঞ্জ বাজারে। জানা গেছে, যে সমস্ত ব্যক্তি বা মানুষ মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছে তাদের দিকে ধেয়ে গিয়ে মাস্ক দিয়ে সচেতন করছে ঐ মহিষাসুর।

আরও পড়ুনঃ আমপানে বিধ্বস্ত বৃক্ষ, সবুজায়নের উদ্যোগ কোলাঘাট ট্রি ব্যাংকের

এদিন সংস্থার সম্পাদক সুমন্ত সাহা বলেন, এখনও মানুষ সম্পূর্ণ সচেতন নয়। এই কারণে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নিলাম। যেহেতু মহালয়া হয়ে গেছে তাই মহিষাসুর সাজিয়ে নিয়ে এলাম আমরা।প্রসঙ্গত, কোচবিহার জেলায় কিছুতেই করোনাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিনই প্রায় শতাধিক মানুষের সংক্রমণ ধরা পড়ছে।

আরও পড়ুনঃ গজোলডোবায় বাস্তুহারাদের পুনর্বাসনের উদ্যোগে জমির পাট্টা দান

সুস্থ হয়ে ওঠার সংখ্যাও আশানুরূপ নয়। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরী বলে মনে করছেন চিকিৎসকরা। তবুও বহু মানুষ মাস্ক ছাড়াই পথে বের হচ্ছেন বলে অভিযোগ। তাঁদের সচেতন করতেই অভিনব ভাবে পথে নামলেন এই সংগঠনের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here