মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
গ্রামীণ এলাকায় অর্থনীতি চালু করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা চাইছি আরও দোকানপাট খুলুক। করোনাভাইরাস থাকবে। কিন্তু তার মধ্যেই গ্রামীণ জাগরণ ঘটাতে হবে।’’ লকডাউনের জেরে টানা প্রায় ২মাস গ্রামীণ উন্নয়নের কাজ বন্ধ রয়েছে। এবার অর্থনীতি সচল করতে আবার সেই কাজকর্ম চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “মৎস ও সেচ দফতরে কাজ করতে কোনো সমস্যা নেই। ১০০ দিনের কাজও চালু করতে হবে। আর তার জন্য আরও বেশি লোককে কাজে লাগাতে হবে। প্রয়োজনে ভিন রাজ্য থেকে যেসকল পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে এসে আটকে গেছে, তাদেরকেও ১০০ দিনের কাজে যুক্ত করতে হবৈ। গ্রামাঞ্চলের রাস্তাঘাটের বেহাল দশা। লকডাউনের জেরে বন্ধ সংস্কারের কাজও। সামনেই পুজো তাই যত দ্রুত সম্ভব রাস্তার কাজ শেষ করতে হবে।”
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে জেলেবন্দিদের করোনা টেস্ট শুরুর দাবি এপিডিআরের
এদিন সাংবাদিক সম্মেলনে আরও বলেন যে, মাস্ক পরেও কথা বলা যায়, তাই মাস্ককে সবসময়ের সঙ্গী করে নিন। যাঁদের বাড়িঘর পোড়ানো বা জ্বালানো হয়েছে, তাঁদের সাহায্য করুন। কারও করোনা সন্দেহ হলে আলাদা থাকুন, বাড়িঘর পরিষ্কার রাখুন। বাড়িতে থাকাও কিন্তু নিরাপদ। তেলেনিপাড়ায় যে গন্ডগোল হয়েছে, সেখানে কাদের বাড়িঘর ক্ষতি হয়েছে, তার তালিকা তৈরি করে পাঠাবেন।
আরও পড়ুনঃ চন্দননগর শ্রীরামপুর মহকুমায় ১৭মে পর্যন্ত বন্ধ ইন্টারনেট
স্বাস্থ্যবিমা করানো হয়েছে মে মাস পর্যন্ত, সেটা বাড়িয়ে জুলাই মাস পর্যন্ত করা হয়েছে। ইতিমধ্যেই ৫৩ জনকে এই ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ হলে ১ লক্ষ টাকা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। জেলাশাসক এবং জেলা সভাপতিরা সমন্বয় করে কাজ করুন। স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক, পুলিশকর্মীদের জন্য আমরা ১০ লক্ষ টাকার বিমা করিয়েছি। পাশাপাশি আপনারাও যাঁরা বাইরে থেকে এসেছেন, তাঁরা আলাদা থাকুন।
তবে আমরা হোম কোয়রান্টিনের অনুমতি দেব। আমরা চাইছি, দোকানপাট খুলুক। আগামী দিনে আরও দোকানপাট খুলবে। এখন যা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। রেশন ডিলাররা যেন চাল-গম লুকিয়ে না রাখেন। কেউ যেন অনাহারে না থাকে, তা নিশ্চিত করতে হবে।” মঙ্গলাবার লকডাউনে বেশ কিছু ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বুধবার সাংবাদিক সম্মেলন করে দোকানপাট খোলার কথা বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও গ্রামীণ অর্থনীতির প্রতি জোর দিচ্ছেন তিনি। গ্রমীণ অর্থনীতি সচল রাখতেই এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584