নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
একটি সর্বভারতীয় হিন্দি দৈনিক পত্রিকা এবং লায়ন্স ক্লাব অব ইসলামপুর নিউ সেঞ্চুরির যৌথ উদ্যোগে পেপারের এজেন্ট এবং হকারদের হাতে তুলে দেওয়া হল হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক। বিশেষ করে যারা বাড়ি বাড়ি পেপার পৌঁছে দেন তাদের এ দুটো জিনিসই অত্যন্ত জরুরী ছিল।
কিন্তু লকডাউনে আর্থিক সংকটের জন্য তারা সেগুলো কিনে উঠতে পারছিলেন না। ওই দুই সংস্থার যৌথ উদ্যোগে শনিবার ইসলামপুরের বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে এই প্রয়োজনীয় জিনিসগুলি।
আরও পড়ুনঃ মেয়াদ শেষের আগেই মালদহের দুটি পুরসভার প্রশাসক ঘোষণা রাজ্যের
এদিন তাদের হাতে সেসব তুলে দেওয়া হলো বলে জানান আয়োজক সংস্থার পক্ষে লায়ন্স ক্লাব অব নিউ সেঞ্চুরির সম্পাদক মোহিত আগারওয়াল। এজেন্টদের এর পক্ষ থেকে অম্বরিশ মুখার্জী জানান, এতে হকাররা খবরের কাগজ বন্টনের ক্ষেত্রে উৎসাহিত হয়ে উঠবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584