নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতে ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ফালাকাটা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার যুবকদের জন্য শুরু হলো রাজমিস্ত্রী কাজের প্রশিক্ষণ শিবির। জানা গিয়েছে, গ্রুপ করে কয়েকটি ধাপে এই প্রশিক্ষণ হবে।
৩০ জনের ২১ দিনের প্রশিক্ষণ শেষে এদের মূল্যায়ন করে শংসাপত্র দেওয়া হবে। এরপর তারা বাংলা আবাস যোজনা সহ জনগনের কাজও করতে পারবে। স্বনির্ভর হয়ে উঠবে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার ১
এই বিষয়ে ফলাকাটার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অলক রঞ্জন বসাক জানান, “পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতে ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ব্লক অফিস প্রাঙ্গণে ৩০ জনের ২১ দিনের প্রশিক্ষণের শেষে এদের শংসাপত্র দেওয়া হবে। আমাদের ইঞ্জিনিয়াররা এদের প্রশিক্ষণ দিচ্ছেন। এরফলে এরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে উন্নত মানের কাজ করতে সক্ষম হবে। তারা বাংলা আবাস যোজনায় কাজ করার পাশাপাশি অন্য কাজও করতে পারবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584