কৃষক সভার গণ কনভেনশন পূর্বস্থলীতে

0
78

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

তৃণমূলের সরকারের আমলে কৃষকরা নানান সমস্যায় জর্জরিত। রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের উন্নতির জন্য যেসব কথা বলছেন তার অনেকটাই মিথ্যা এবং অপপ্রচার। আসলে কৃষকদের জন্য তৃণমূলের সরকার প্রকৃত অর্থে উন্নয়নমুখী কোন কর্মসূচি আজও পর্যন্ত গ্রহন করেনি তাই ঘটছে কিশোরদের আত্মহত্যার মতো ঘটনা। এমনটাই কটাক্ষ করে বক্তব্য রাখলেন সিপিএমের কৃষক সংগঠনের জেলা নেতা সৈয়দ হোসেন।
রবিবার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কৃষক সভার ডাকে জাহান নগর উচ্চ বিদ্যালয় এক গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। এই গণ কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা নেতা রতন দাস সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সুব্রত ভাওয়াল স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা সহ অনেকে।

নিজস্ব চিত্র

এই কনভেনশনে নেতারা জানিয়েছেন যে আগামী ৯ আগস্ট জেল ভরো আন্দোলন‌
এই আন্দোলনকে সফল করার জন্য উপস্থিত কৃষক বন্ধুদের কাছে আবেদন রাখেন কৃষক সভার জেলা নেতারা। এছাড়াও সিপিএম নেতারা তৃণমূলের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বক্তব্য রাখেন। তৃণমূলের জনবিরোধী নীতির ফলে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন উপস্থিত নেতারা। আগামী আগস্ট আন্দোলনকে সামনে রেখে এই ধরনের কনভেনশন এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here