বিয়ের নামে ধর্মান্তকরণ নিয়ে মুখ খুললেন রাজনাথ সিং

0
97

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

rajnath singh | newsfront.co
ফাইল চিত্র

যোগীর পথেই হাঁটলেন শিবরাজ সিং চৌহান। সম্প্রতি লাভ জিহাদ বিলের খসড়া অনুমোদন করে মধ্যপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা। তার পরদিনই বিয়ের নামে ধর্মান্তকরণ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, বিয়ের নামে ধর্মান্তকরণকে তিনি মোটেও সমর্থন করেন না।

সেইসঙ্গে গণ ধর্মান্তকরণ বন্ধ হওয়া উচিত বলে মত তাঁর। এদিকে, লাভ জিহাদ আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছেন শতাধিক প্রাক্তন আমলা। বলেছেন, উত্তরপ্রদেশ হিংসার রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ করোনা নিয়ে প্রতিবেদন, মহিলা সাংবাদিককে কারাদন্ড চিনের

বুধবার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছেন, “আমি জানতে চাই এখনও কেন ধর্মান্তকরণ হয়। গণ ধর্মান্তকরণ বন্ধ হওয়া উচিত। আমি যতদূর জানি, মুসলিমদের মধ্যে কেউ অন্য ধর্মে বিয়ে করতে পারে না।

আমি ব্যক্তিগত ভাবে বিয়ের নামে ধর্মান্তকরণের বিরুদ্ধে।” তিনি আরও বলেছেন, “বহুক্ষেত্রে দেখা যায়, ধর্মান্তকরণ জোর করে করা হয়। সাধারণ বিয়ে এবং বিয়ের জন্য ধর্মান্তকরণের মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমি মনে করি, যে সরকার এই আইন তৈরি করেছে তারা ভেবেচিন্তেই করেছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here