পাকা রাস্তার দাবিতে গণ ডেপুটেশন নন্দকুমার এলাকায়

0
46

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এলাকার খঞ্চি থেকে ঠেকুয়াচক গামী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক রাস্তার উপর অবস্থিত ধান্যঘর মৌজার অন্তর্গত গুণধর সামন্তর কলঘর থেকে সাওড়াবেড়্যা জালপাই-২ অর্থাৎ খিরিশতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দূরত্ব কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বৃহস্পতিবার দুই শতাধিক মানুষ নন্দকুমার বিডিও দফতরে গণ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন।

people | newsfront.co
গণ ডেপুটেশন ৷ নিজস্ব চিত্র

নন্দকুমার বাজার পরিক্রমা করে মিছিল বিডিও দফতরে এলে পুলিশ তা আটকায়। গেটে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কমিটির সম্পাদক রমেশচন্দ্র দিন্ডা, সভাপতি বিশ্বনাথ মাইতি, সদস্য সিরাজ আলী দিন প্রমুখ নেতৃবৃন্দ। জয়েন্ট বিডিও প্রতিনিধিদের সাথে দেখা করেন। দফতরের ইঞ্জিনিয়ার পাঠিয়ে ৮ দিনের মধ্যে জমি জরিপ করিয়ে পরিকল্পনা গ্রহণের ব্যবস্থা করবেন বলে জানালে কর্মসূচি শেষ হয়। সম্পাদক রমেশ বাবু বলেন দ্রুত রাস্তা পাকা করার কাজ শুরু না হলে আমরা হাজার হাজার মানুষ পথে নেমে প্রতিবাদে সামিল হব।

police | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত এই বর্ষায় রাস্তাটির অবস্থা এবড়ো খেবড়ো শুধু নয় অসংখ্য খানা খন্দে ভরা। এই রাস্তার পাশে হাইস্কুল, প্রাইমারী স্কুল এবং রেশন দোকান অবস্থিত। প্রতিদিন এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষ,মহিলা,ছাত্র- ছাত্রী থেকে শুরু করে হাজার হাজার মানুষকে কর্মসূত্রে যাতায়াত করতে হয়। এমনকি চিকিৎসার প্রয়োজনে প্রসূতি মা, মুমূর্ষু রোগীকে নিয়ে যাতায়াত অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।

আরও পড়ুনঃ বনসৃজন প্রকল্পের মধ্য দিয়ে বৃক্ষরোপণ শুরু

এই রাস্তার ধারে অবস্থিত ধান্যঘর,ডিহিগুমাই,শ্যামসুন্দর পুর,কালাপেন্যা এমনকি হলদি নদী সংলগ্ন গ্রামগুলোর হাজার হাজার পান চাষী, মৎস্যজীবীরা এই রাস্তা দিয়ে খঞ্চিতে পান ও মৎস্য বিক্রয়ের জন্য যাতায়াত করেন। এলাকার বিভিন্ন প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হল এই রাস্তা।এলাকার নাগরিকবৃন্দ রাস্তা সংস্কারের দাবিতে ‘রাস্তা নির্মাণ সংগ্রাম কমিটি’ গড়ে তুলে আন্দোলনে সামিল হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here