২০২১-এর মাঝামাঝির আগে ব্যাপক হারে করোনা ভ্যাকসিন প্রয়োগ সম্ভব নয়ঃ হু

0
40

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০২১-এর মাঝামাঝির আগে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রতিষেধক ব্যাপক হারে প্রয়োগ সম্ভাব নয়। ভ্যাকসিনের নিরাপত্তাজনিত সুরক্ষা বিধি নিশ্চিত করতে এই সময় লাগবে বলে মনে করছে হু। সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস শুক্রবার এই কথা জানিয়েছেন।

WHO | newsfront.co
ফাইল চিত্র

সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, “যে সব প্রতিষেধকের এখনও পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে কোভিড-১৯ মোকাবিলায় তা কতটা দক্ষ সে বিষয়ে কোনও সংস্থাই ‘স্পষ্ট ইঙ্গিত’ দেয়নি।”

তাই চূড়ান্ত ভাবে বাজারে আসার আগে সেই সব প্রতিষেধকের কার্যকারিতা এবং সেগুলি কতটা নিরাপদ তা আরও ভাল ভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করেন মার্গারেট।

এদিকে, বৃহস্পতিবারই মার্কিন জনস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে, অক্টোবরের শেষের দিকে করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে ও তা বাজারেও চলে আসবে। এই ঘোষণার পিছনে রাজনীতির প্রভাব রয়েছে বলে অনেকেই মনে করছেন। ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে বাজারে আমেরিকার তৈরি এই ভ্যাকসিন এলে তা ট্রাম্পের ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে ফেক স্টোরির দৌরাত্ম! সতর্ক করল ফেসবুক-টুইটার

অন্যদিকে, গত অগাস্ট মাসে রাশিয়া কোভিড প্রতিষেধক প্রয়োগের অনুমতি দেওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে নানা মহলে এর বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ খতম ৩ জঙ্গি, কাশ্মীরে এখনও চলছে গুলির লড়াই

জেনেভায় হু-য়ের মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, “সত্যিই আগামী বছরের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত করোনার ভ্যাকসিন ব্যপকহারে বাজারে আসার কোনও সম্ভাবনা নেই।”

মার্গারেট আরও বলেন, “প্রতিষেধকের তৃতীয় পর্বের পরীক্ষা একটা দীর্ঘ সময় নিয়ে করা উচিত। কারণ আমাদের জানতে হবে সেই প্রতিষেধক আদৌ মোকাবিলা করতে সক্ষম কি না। বা সেই প্রতিষেধক আদৌ নিরাপদ তো!” যদিও মার্গারেট প্রতিষেধক নিয়ে কাজ করা নির্দিষ্ট কোনও সংস্থার নাম উল্লেখ করেননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here