নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
প্রতি বছরের মত এই বছরও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া প্রণামি মন্দির কমিটির উদ্যোগে শেষ হল চারদিন ব্যাপী শ্রীমৎ ভগবৎ জ্ঞান সমারোহ বার্ষিক উৎসব।
উৎসব উপলক্ষ্যে প্রতিদিন ভাগবত পাঠ, শ্রীকৃষ্ণ কথা সহ ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া গন বিবাহের আয়োজন ও করা হয়।
ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে মুলত আদিবাসী সম্প্রদায়ের ৩১ জোড়া যুবক যুবতী অগ্নিসাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুদুয়ারের সাংসদ জন বারলা,বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য রাম বিলাস গোয়েল। কমিটির পক্ষে গোপী আগরওয়াল, সুরেশ আগরয়াল, প্রদীপ মিত্তলরা জানান, “শ্রীকৃষ্ণ প্রণামী মন্দিরের বার্ষিক মহোৎসব উপলক্ষ্যে কমিটির খরচে ৩১ জন দম্পতির বিয়ের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ নাট্য সিদ্ধান্তের উদ্যোগে দুই দিনব্যাপী নাট্য উৎসব কালিয়াগঞ্জে
এছাড়া চার দিন ব্যাপী কৃষ্ণ কথা ভাগবৎ পাঠ ইত্যাদির আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে।” তবে মহিলার সংখ্যা বেশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584