শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
সালটা ছিল ২০০১, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সৃজনী সংঘ শুরু করেছিল গণবিবাহ। তারপর থেকে বালুরঘাট শহরের উপর দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদী দিয়ে বয়ে বয়ে গেছে অনেক জল। কিন্তু সৃজনী সংঘ কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতা মাতাদের দুশ্চিন্তা দূর করতে প্রতিবছরই আয়োজন করেছে চলেছে গণবিবাহের আসর।
মাঝে একটি বছর কিছু কারণবশত তারা এই গনবিবাহ আয়োজন করতে তারা পারেনি। কিন্তু তবুও পায়ে পায়ে তাদের এই গনবিবাহের অনুষ্ঠান ১৯ বছরে পদার্পণ করল। এই বছরও তার অনাথা হয়নি। এই বছর তারা ১০ জোড়া দরিদ্র নবদম্পতির চার হাত এক করে দিলেন।
ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের ইচ্ছে ছিল তারা এই বছর ১২ জোড়া নব দম্পতির বিবাহ সম্পন্ন করবেন। কিন্তু বয়সের কারণে দুই জোড়া নবদম্পতিকে তাদের বাতিল করতে হয়েছে আইন অনুযায়ী তাদের বিয়ের বয়স হয়নি।
সৃজনী সংঘের সদস্যরা শুধু বিয়ে দিয়েই ক্ষান্ত থাকেনি তারা এই ১০ জোড়া নব দম্পতির পরিবারের লোক সহ ৭০০জন নিমন্ত্রিতের রাত্রিকালীন আহারের ব্যবস্থা করেছিল।
আরও পড়ুনঃ ঠান্ডায় বিপর্যস্ত জনজবীন, ঘন কুয়াশায় ঢাকা আলিপুরদুয়ার
সেই সাথে সাথে এই নবদম্পতিদের আগামী দিনের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন লেপ-তোষক, হাঁড়ি, কড়াই, থালা-বাসন সহ বিভিন্ন উপহার সামগ্রী ও তারা তুলে দিয়েছেন।
এই গনবিবাহের মাধ্যমে দরিদ্র কন্যাদায়গ্রস্ত পিতাদের দুশ্চিন্তা করতে প্রতিবারের মত এই বছরও সৃজন সংঘের এই গণবিবাহের আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটের আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584