নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
শ্রীহরি সেবা সৎসঙ্গ সমিতির উদ্যোগে ফালাকাটা ব্লকের দলগাঁও ফুটবল ময়দানে গণ বিবাহের মধ্য দিয়ে শেষ হল সাতদিন ব্যাপী শ্রীমদ্ভাগবত কথা সপ্তাহ জ্ঞান মহাযজ্ঞানুষ্ঠান। সাতদিন ব্যাপী ভাগবত পাঠ, ভজন কীর্তন, পূজার্চনার পর শেষ দিনে গণ বিবাহের আয়োজন করা হয়।
কালচিনি, তাসাটি চা বাগান সহ বিভিন্ন এলাকার থেকে ১২ জোড়া দম্পতি এদিন বিবাহ আসরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সামাজিক স্বীকৃতি লাভ করেন।
আরও পড়ুনঃ খড়্গপুরে তৃণমূল প্রার্থী দিনেন রায়ের সমর্থনে রোড শো সাংসদ মিমি’র
কমিটির পক্ষে রঞ্জিত কুজুর, রাজীব চিকবড়াইক জানান, “সাতদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে ১২ জোড়া দম্পতির বিয়ের আয়োজন করা হয়। এছাড়া বিয়ের আনুসাঙ্গিক যাবতীয় খরচ কমিটির পক্ষ থেকে বহন করা হয়।”
এদিনের গণ বিবাহ আসরে উপস্থিত ছিলেন, বীরপাড়ার বাসিন্দা পরমানন্দ শর্মা,সঞ্জয় জৈন, রমেশ আগরয়াল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584