সাত সকালে তীব্র বিস্ফোরণ বেলেঘাটার ক্লাবে, উড়ে গেল ছাদ

0
77

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অন্যান্য দিনের মতোই ঘুম ভেঙেছিল বেলেঘাটার গান্ধী ময়দান এলাকার বাসিন্দাদের। আচমকাই প্রবল বিস্ফোরণের শব্দে চমকে ওঠেন সকলেই। দেখা যায়, বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে ১৫০ বেলেঘাটা মেন রোডের বেলেঘাটা গাঁধী ময়দান ফ্রেন্ডস সার্কলের দোতলার ছাদ। ঘটনার পর প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ক্লাবের দোতলার ওই ঘরে কোনও ধরনের বিস্ফোরক রাখা ছিল।

Explosion | newsfront.co
উড়ে যাওয়া ছাদ। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের দাবি, সকাল সাতটা নাগাদ তীব্র আওয়াজ শুনতে পাওয়া যায়। এলাকার অনেকেই সেই আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে এলাকার বিশাল লোক জোড়ো হয়ে যায়।

কিন্তু কোথায় যে বিস্ফোরণ ঘটেছে, প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরেই এক বাসিন্দা দেখেন, ক্লাবের দোতলার একটি ঘরের ছাদের একাংশ উড়ে দেওয়ালেরও একাংশ ভেঙে গিয়েছে। বিস্ফোরণের জন্য দেওয়ালে পড়েছে কালো ছোপ।

আরও পড়ুনঃ পাগড়ি খোলা নিয়ে রাজ্য প্রশাসনকে শো-কজ জাতীয় সংখ্যালঘু কমিশনের

স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ ও বম্ব ডিজপোজাল স্কোয়াড। ক্লাবের সঙ্গে যুক্ত কয়েকজন দাবি করেন, দোতলার ওই ঘরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সেই সিলিন্ডার ফেটে গিয়েছে। যদিও এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, ক্লাবটি স্থানীয় তৃণমূল নেতা ‘রাজু নস্করের ক্লাব’ বলেই পরিচিত।

আরও পড়ুনঃ চিৎপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন,ঘটনাস্থলে দমকলের ১৮ ইঞ্জিন

তোলাবাজি, বোমাবাজি, গুলি চালানোর মতো অপরাধে এর আগে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছে সে। তবে কিছুদিন বাদে জামিনে মুক্ত হয়ে গিয়েছে। কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকদের একাংশের সন্দেহ ওই ক্লাবে কোনও ধরনের বিস্ফোরক মজুত করা ছিল। আসল ঘটনা জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here