মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির মধ্যেই সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদের বস্তি এলাকায়। আগুন লাগার পরই রাত ১২ টা ৫০ মিনিটে খবর যায় দমকলে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় ২৮টি দমকলের ইঞ্জিন।
সেই সময় ওই এলাকার অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়েছিলেন বলে জানান এক দমকলকর্মী। সেই অবস্থাতে দ্রুত পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা বস্তির বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।
আরও পড়ুনঃ আগামী দু’দিন প্রবল তাপপ্রবাহে পুড়বে দিল্লি, বইবে লু
ভোর ৩টে ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই প্রায় ১ হাজার ৫০০ ঝুপড়ি। এই অগ্নিকাণ্ডের জেরে আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েকশ মানুষ। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584