ঢাকুরিয়া রেললাইন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

0
79

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শনিবার রাত পৌনে ন’টা নাগাদ আচমকাই ভয়াবহ আগুন লাগল ঢাকুরিয়া স্টেশনের পাশের রেল বস্তিতে। শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Massive fire | newsfront.co
রেল লাইনের ধারের বস্তিতে আগুন। নিজস্ব চিত্র

ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। তবে ভস্মীভূত হয়েছে বহু ঝুপড়ি।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কের আবহে কলকাতায় শুরু সোয়াইন ফ্লু-র দাপট, আক্রান্ত ১১

fire | newsfront.co
ভয়াবহ অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র

এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল পরিষেবা। রাত ১০টা ১৫ নাগাদ ফের ট্রেন চলাচল শুরু করা হয়।

আরও পড়ুনঃ আসছে কালবৈশাখী, রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর

স্থানীয়রা জানান, ‘হঠাৎই বস্তির একটি ঘর থেকে আগুন বেরোতে শুরু হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় তা দ্রুত চারপাশে ছড়িয়ে যেতে শুরু করে।’

জানা যায়, প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। যদিও পরে দমকল যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here