নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
অসমের তিনসুকিয়া জেলায় ১৪ দিন আগে তেল উৎপাদনের সময় প্রাকৃতিক গ্যাস লিক হতে শুরু করে। মঙ্গলবার ওয়েল ইন্ডিয়া লিমিটেডের তেলকূপে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ হল। দেখে মনে হচ্ছে অনেকগুলো শক্তিশালী বোমা একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।

২ কিলোমিটারেরও বেশি দূর থেকে আগুনের শিখা দৃশ্যমান। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে চারিদিকে। আশেপাশের বাড়িতেও আগুন ধরে গেছে। বাঘজান তেলকূপের কাছে কমপক্ষে ৩০ টি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং আগুনের লেলিহান শিখা ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে।
#WATCH Massive fire at the gas well of Oil India Ltd at Baghjan in Tinsukia district, Assam. A team of National Disaster Response Force (NDRF) is present at the spot pic.twitter.com/Tw2G92aPXy
— ANI (@ANI) June 9, 2020
The CM has already directed to deploy fire & emergency services, army and police officials at the site to control the situation.
The CM also directed district admin to ensure safety of people and appealed to local people to not panic.
— Chief Minister Assam (@CMOfficeAssam) June 9, 2020
আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞরাও। এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। রাজ্য সরকার আগুনের কারণে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), জরুরী পরিষেবা, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের একটি দল মোতায়েন করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584