তিনসুকিয়ায় অয়েল ইন্ডিয়া-র গ্যাসকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
49

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

অসমের তিনসুকিয়া জেলায় ১৪ দিন আগে তেল উৎপাদনের সময় প্রাকৃতিক গ্যাস লিক হতে শুরু করে। মঙ্গলবার ওয়েল ইন্ডিয়া লিমিটেডের তেলকূপে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ হল। দেখে মনে হচ্ছে অনেকগুলো শক্তিশালী বোমা একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।

massive fire | newsfront.co
অগ্নিকাণ্ড। ছবিঃ টুইটার থেকে স্ক্রিনশট

২ কিলোমিটারেরও বেশি দূর থেকে আগুনের শিখা দৃশ্যমান। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে চারিদিকে। আশেপাশের বাড়িতেও আগুন ধরে গেছে। বাঘজান তেলকূপের কাছে কমপক্ষে ৩০ টি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং আগুনের লেলিহান শিখা ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞরাও। এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। রাজ্য সরকার আগুনের কারণে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), জরুরী পরিষেবা, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের একটি দল মোতায়েন করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here