নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে ফালাকাটার সুভাষপল্লী এলাকার শিশিরদের বাড়ির ভাড়াটিয়া উজ্জ্বল করের ঘরে আগুন লেগে পুড়ে প্রায় সব আসবাবপত্র। সে সময় পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন।
হটাৎ তারা পোড়া পোড়া গন্ধ পায় চোখ খুলতেই দেখেন গোটা ঘরটি ধোঁয়াময় ৷ ওই পরিবারের সদস্যরা দেখেন তাদের ঘরের ফ্রিজ ও ইনভার্টারে আগুন জ্বলছে। পরিবারের সদস্যরা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে প্রতিবেশী ও প্রাতঃভ্রমণ কারীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।
আরও পড়ুনঃ রানীনগরে গাঁজা চাষ নিধন
তবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনায় কোন হতাহতের খবর নেই। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান সম্ভবত শট সার্কিটের ফলে আগুন লেগেছে।
আরও পড়ুনঃ সালারে বঙ্গধ্বনি সভায় আক্রান্ত ৪ তৃণমূল কর্মী
সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েতে সদস্য খুশিমোহন দে বলেন, “খুব ভোরে চিৎকার শুনে উঠে এসে দেখি আগুন জ্বলছে। ফ্রিজ ও ইনভার্টার পুড়ে গেছে সম্ববত সেখান থেকেই আগুনের উৎপত্তি হয়ে এই ঘটনা ঘটেছে, এলাকাবাসীরা আগুন নেভায়। পরে দমকল আসে। বাড়ির লোকের কিছু না হলেও ঘরের জিনিস পুড়ে যায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584