নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শনিবার একটি পাটকাঠি বোঝাই লরিতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত রাজারামপুরে ।
স্থানীয়সূত্রে জানা গেছে, ভোর চারটে নাগাদ গাড়িটিতে আগুন লাগে, ড্রাইভার ও খালাসির তৎপরতায় খবর পেয়ে এলাকাবাসী প্রথম আগুন নেভানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় দমকলকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে ৷ প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনার জেরে প্রায় চার ঘন্টা ধরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান পাটকাঠি বোঝাই লরি ওভারলোডেড থাকার ফলে ইলেকট্রিক তারে আগুন লেগেছে।
আরও পড়ুনঃ ফুলবাড়িতে চুরি, চাঞ্চল্য এলাকায়
অবশেষে নন্দকুমার থানার পুলিশের তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয় । যদিও হতাহতের কোনো খবর নেই । অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584