গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

0
76

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বড়সড় বিপদের হাত থেকে বাঁচল কলকাতার গণেশ চন্দ্র অ্যাভিনিউ-র ঘিঞ্জি এলাকা। কারণ শনিবার দুপুরে এই এলাকার ক্ষেত্রনাথ লেনে একটি রেস্তোরাঁয় আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলছিল গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি রেস্তোরাঁর গোডাউন। সেই সময় রেস্তোরাঁর ভিতরে অনেক লোকজন ছিলেন বলেই খবর।

massive fire | newsfront.co
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ৷ নিজস্ব চিত্র

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। প্রয়োজনে দমকলের ইঞ্জিন আরও বাড়াতে হতে পারে বলে আশঙ্কা করছিলেন দমকলের কর্মীরা। খবর পেয়ে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও।ঘনবসতিপূর্ণ এলাকায় রয়েছে রেস্তোরাঁটি। সেখানকার গোডাউনে আগুন ধরে যায়। কীভাবে এই আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ কেশিয়াড়িতে ডাম্পারের দৌরাত্ম্যের বিরুদ্ধে বিক্ষোভ, পথ অবরোধ

তবে দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছিলেন। খুব কম সময়ের মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেস্তোরাঁর ভিতরে থাকা সকলকে বের করে আনা হয়। কোনও প্রাণহানির খবর এখনও নেই। তবে রেস্তোরাঁর গোডাউনে গ্যাস সিলিন্ডার,কেরোসিন দাহ্য পদার্থ রয়েছে বলে খবর। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল।

ভিতরে গিয়ে দেখা যায়, সিঁড়ির পাশে খুব ছোট্ট জায়গায় রয়েছে গোডাউনটি। তার আশপাশে ঝুলে রয়েছে বিদ্যুতের তারও। পাশে রয়েছে মিটারবক্স। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করা হচ্ছিল। তবে দ্রুত দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁঁছে যাওয়ায় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকলবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here