নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপি বুথ সভাপতির বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহিষদা এলাকায়। বিজেপির বুথ সভাপতি উত্তম নায়েকের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় ৷
এরপর মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তারপর স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির জিনিসপত্র ৷ তবে হতাহতের কোনো খবর নেই।অন্যদিকে সর্বস্ব হারিয়ে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে বুথ সভাপতি উত্তম নায়েক সহ পরিবার পরিজনের ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।
অন্যদিকে গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি তন্ময় ঘোষের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে।পাশাপাশি গোটা ঘটনায় বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
আরও পড়ুনঃ নকশালবাড়িতে দাঁতালের তান্ডব, ভাঙচুর বাড়ি
কেশপুর ব্লক মাইনোরিটি সেলের সভাপতি হাবিবুর রহমান বলেন, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তৃণমূল জড়িত নয়। তৃণমূল ঘর পোড়ানো রাজনীতি করে না, পাল্টা বক্তব্য আমরা বিগত দিনে দেখেছি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল সিপিআইএম অর্থাৎ সিপিআইএম এর উপর আঙ্গুল তুলে দিলেন তৃণমূল ৷ অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584