নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাতের অন্ধকারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁচথুপি এলাকায়। অভিযোগ সোমবার রাতে ঝড় বৃষ্টির সুযোগে দুষ্কৃতীরা বড়ঞা ব্লক কংগ্রেসের প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে চম্পট দেয়।
আগুনে ভস্মীভূত হয়েছে ঘরের ভিতর থাকা দরকারি নথি পত্র থেকে একাধিক গুরুত্বপূর্ণ সামগ্ৰী। মঙ্গলবার সকালে ঘটনা নজরে আসতেই রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় কার্যালয়ের সামনে। পরে ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে।
আরও পড়ুনঃ ভাঙন বিধ্বস্তদের পুর্নবাসনের দাবিতে তৃণমূলের ডেপুটেশন
আরও পড়ুনঃ দুর্বৃত্তে ভরে গেছে বিজেপির আইটি সেল, অভিযোগ সুব্রমনিয়ম স্বামীর
এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহনের দাবি করেছেন বড়ঞার বিধায়িকা প্রতিমা রজক সহ বড়ঞা ব্লক কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, “তৃণমূলের দুষ্কৃতীরা আগুন লাগিয়ে চম্পট দেয়।
এ বিষয়ে বড়ঞা থানার পুলিশ সহজেই দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারতো। কিন্তু আগুন লাগার ঘটনায় পুলিশ না ধরে এখন ফরেন্সিক দেখাচ্ছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584