শ্যামল রায়, পূর্বস্থলীঃ
বৃহস্পতিবার দুপুর বেলায় পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন মোটর সাইকেল ও সাইকেল গ্যারেজ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল। শর্ট সার্কিট থেকে ওই গ্যারেজে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান সকলের। উত্তরে হাওয়া থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজের চারপাশে।
গ্যারেজের মালিক বিনয় বিশ্বাস শর্ট সার্কিট থেকে আগুন ধরতে পারে বলে জানিয়েছেন। তবুও গোটা বিষয়টি দমকল দফতর তদন্তের জন্য আবেদন করেছেন। গ্যারেজ সূত্রে জানা গিয়েছে প্রায় দুই শতাধিক সাইকেল এবং মোটর সাইকেল অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে।
আরও পড়ুনঃ মছলন্দপুরে চাষের জমিতে নির্মীয়মাণ ফিসারি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ
আরও পড়ুনঃ গরুপাচারকাণ্ডে যুব তৃণমূল নেতার বাড়িতে জোরদার সিবিআই তল্লাশি
আগুন ধরার ঘটনাকে কেন্দ্র করে দ্রুত এলাকার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভাতে উদ্যোগ গ্রহণ করে এবং পরে খবর পেয়ে স্থানীয় দমকল দফতর থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভাতে সাহায্য করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে যে রেল দফতর থেকে ক বছর আগেই বিনয় বিশ্বাস সাইকেল গ্যারেজ লিজ নিয়ে ব্যবসা করছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584