শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রবিবার সকালে ফের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন সকাল পৌনে ১০ টা নাগাদ আগুন লাগে ১০৯ নম্বর ক্যানিং স্ট্রিটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭ ইঞ্জিন। প্রায় ঘন্টা দু’য়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও দমকল সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। কোথা থেকে আগুন লেগেছে বা কিসে আগুন লেগেছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে এক তলা থেকে আগুন ওপরের দিকে ছড়িয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যুমিছিল অব্যাহত, আজ ২০, গত ১০ দিনে ১৫০-এর বেশি প্রাণহানি বিহারে
জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের একটি বাড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে রবিবার ছুটির দিন হওয়ায় কেউ হতাহত হননি।
অন্যদিকে শনিবার রাতে আগুন লাগে আলিপুরের বেলভেডিয়ার রোডের একটি বহুতলে। রাত সাড়ে ১০ টা নাগাদ ওই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584