নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পুজোর রাতেই আগুনে পুড়লো লক্ষ্মী পুজোর মণ্ডপ। এতেই মনভার পুজো কমিটির উদ্যোক্তাদের। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরা উত্তর গোবিন্দ নগর লক্ষ্মী পুজো কমিটির পুজো মণ্ডপ আগুনে ভস্মীভূত হয়ে গেল।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে বাইক দুর্ঘটনায় মৃত এক, আহত এক
যদিও পুজো কমিটির উদ্যোক্তাদের প্রাথমিক অনুমান প্রদীপের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। জানাযায় বেশ কয়েক বছর ধরেই থিম পুজাের মাধ্যমে লক্ষ্মীপুজো করে আসছেন এই পুজো কমিটির উদ্যোক্তারা, এ বছর আবার হঠাৎ পুজােমণ্ডপে আগুন।
শুক্রবার রাতে স্থানীয়রা তাদের খবর দেয় যে তাদের প্যান্ডেলে দাউদাউ করে জ্বলছে আগুন, দ্রুত স্থানীয়দের চেষ্টায় পুজো কমিটির সদস্যরা পুজো মণ্ডপের আগুন নেভায়। শনিবার নতুন করে তারা আবার লক্ষ্মী পুজোর আয়োজন করবে বলে জানাযায়। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584