নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত সল্টলেকের এফডি ব্লকের পুজো মণ্ডপ। আজই প্রতিমা নিরঞ্জনের কথা ছিল। কিন্তু, তা আর হল না। প্রতিমা নিরঞ্জনের আগেই সব শেষ হয়ে গেল। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দুর্গা প্রতিমাও।
জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ মণ্ডপ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। বিপদের আশঙ্কা করে স্থানীয়রা মণ্ডপে পৌঁছনোর আগেই দাউদাউ করে জ্বলে ওঠে পুজো মণ্ডপ। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
আরও পড়ুনঃ ব্যবসায়ী সমিতির অফিসে চুরি, চাঞ্চল্য চন্দ্রকোনা রোডে
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে মণ্ডপ। আজ বিসর্জনের কথা ছিল ওই পুজোর। ফলে প্রতিমাও ছিল ভিতরেই। কিন্তু প্রতিমাকেও ওই ভয়াবহ আগুন থেকে রক্ষা করা যায়নি। প্রতিমা সহ সম্পূর্ণ মণ্ডপই পুড়ে গিয়েছে।
পুজো উদ্যোক্তাদের দাবি, নিরাপত্তারক্ষীদের থেকে খবর পেয়েই দমকলে খবর দেওয়া হয়েছিল। কিন্তু, নিমেষের মধ্যে গোটা মণ্ডপে আগুন ছড়িয়ে পড়ে। ফলে মণ্ডপে তেমন কিছু ছিল না। কীভাবে আগুন লাগল তা বোঝা যাচ্ছে না। দমকল আধিকারিকদের কথায়, আগুন সম্পূর্ণভাবে নেভার পরই বিষয়টি জানা যাবে।
আরও পড়ুনঃ বালুরঘাটে বাংলাদেশী-সহ চোর সন্দেহে ধৃত ৩
বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মণ্ডপের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে উদ্যোক্তাদের একাংশের দাবি, ‘এইভাবে আগুন লাগতে পারে না কারণ মণ্ডপের মধ্যে প্রতিমা ছাড়া তেমন কিছুই ছিল না। এই আগুন কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দিয়েছে।’
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এফডি ব্লকে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেছেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। তবে কীভাবে পুজো মণ্ডপে আগুন লাগল, তা তদন্ত সাপেক্ষ। ফরেন্সিক তদন্ত হবে। তারপরই গোটা ঘটনা বোঝা যাবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584