নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে পাকিস্তানের একাধিক শহরে একইসঙ্গে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবে যায় পাকিস্তানের একটা বড় অংশ। বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই এমন ঘটনা বলে জানা গিয়েছে।
ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতান-সহ একাধিক শহর। পাক – অধিকৃত কাশ্মীরেও একই পরিস্থিতি হয়। মোবাইল, ইন্টারনেট সহ সব ধরণের জরুরি পরিষেবা ব্যাহত হয়।
Pakistan is hit by a massive power blackout, officials say, with much of the country, including all major cities, plunged into darkness https://t.co/55594UXW7y pic.twitter.com/dDOQt5LJer
— AFP News Agency (@AFP) January 10, 2021
ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত এক টুইটবার্তায় জানান, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে গোটা পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি জানিয়েছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে’।
আরও পড়ুনঃ জাভা সমুদ্রে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান যাত্রীদের দেহাংশ উদ্ধার
পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান জানান, “হঠাৎ বিদ্যুৎ বণ্টন পরিষেবার ফ্রিকোয়েন্সি একধাক্কায় পঞ্চাশ থেকে শূন্যে নেমে যাওয়ায় অন্ধকারে ডুবে গিয়েছে পাকিস্তান।“
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ভোরের দিক থেকে বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যুৎ পরিষেবা ফিরছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584