নিম্নচাপে পরিণত ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে সোমবার থেকে চলবে টানা বৃষ্টি

0
39

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে অবস্থিত ঘূর্ণাবর্তটি এবার নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরেই আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র

উপকূলবর্তী জেলায় ব্যাপক বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। বৃষ্টি হতে পারে উপকূল লাগোয়া জেলাগুলিতেও। আগামী ২৪-৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ গাজিয়াবাদের পটকা কারখানায় বিস্ফোরণে মৃত ৭ শ্রমিক

কোথাও বইতে পারে দমকা হাওয়া। নিম্নচাপটি প্রথমে পূর্বদিকে এবং পরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান বাড়বে বলে জানান আবহাওয়াবিদরা।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে সোমবার থেকে টানা বৃষ্টি হবে। এখনই কোনো সতর্কবার্তা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here