নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উত্তর বঙ্গোসাগরে নিম্নচাপের বৃষ্টিতে ভিজছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি। একটা নিম্নচাপ কাটতে না কাটতে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। পূর্বাভাস অনুসারে আগামী শনিবার সাগরে ফের তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য কলেজ স্তরে চালু হতে চলেছে অলচিকি হরফে পাঠ্যসূচী
নতুনভাবে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকেই নাগাড়ে বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ। জলে থৈ থৈ করছে নদী-নালা। নিচু এলাকাগুলি এখনও জলমগ্ন। এর মধ্যে আরও বর্ষণের পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপটি, যা ১০ অগাস্ট পারাদ্বীপের কাছ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। এর জেরে আগামী ১১ ও ১২ অগাস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে পূর্বের জেলাগুলির তুলনায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584