নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
একটানা বৃষ্টির ফলে কুবাই নদীতে জল বাড়ছে যার ফলে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ভীমপুর এলাকায় কুবাই নদীর পাড় ভেঙে কুবাই নদীর জল হু হু করে ঢুকে পড়েছে কেশপুর ব্লক এর বিভিন্ন গ্রামে । যার ফলে ভীমপুর, কলাগ্রাম, যমুনাবেড়, রঘুনাথপুর সহ বেশকিছুগ্রাম নদীর জলে প্লাবিত হয়েছে। বহু বাড়িতে জল ঢুকছে। রাস্তার উপর দিয়ে জলের স্রোত বইছে।
সেই সঙ্গে মাঠে থাকা আমন ধানের চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। যার ফলে কেশপুর ব্লক এর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে কুবাই নদীর জলে।
এলাকার বাসিন্দারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন । ঘরবন্দি মানুষজন কোথাও যাতায়াত করতে পারছেন না। কেশপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেশপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা সেনগুপ্ত বলেন কুবাই নদীর জলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
আরও পড়ুনঃ অসচেতন ভাবে রাস্তার পাশে পড়ে রয়েছে পিপিই কিট্স সহ গ্লাভস
প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় সবই ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে ফের নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হওয়ায় ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
যার ফলে তারা ভয়াবহ বন্যার কবলে পড়ার আশঙ্কা করছেন। একদিকে মহামারি করোনা আতঙ্ক অন্যদিকে বানভাসি হওয়ার আশঙ্কায় এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584