নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কড়া হল নবান্ন। নির্দেশিকার জানিয়ে দিল মাস্ক না পরলে ও করোনা বিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় মুখ্য সচিব জানান যে বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক। সঙ্গে মেনে চলতে হবে শারীরিক দূরত্ব বিধিও। বিধি লঙ্ঘন করলে নেওয়া হবে বিপর্যয় মোকাবেলা আইনে ব্যবস্থা।
উল্লেখ্য ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে যে জরুরী ভিত্তিতে বেসরকারি হাসপাতালে ৬০ শতাংশ বেড রাখতেই হবে করোনা রোগীদের জন্য।
এদিকে রাজ্যে ক্রমশ বাড়ছে সংক্রমণ! শনিবারের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় নতুন করে ১৪ হাজার ২৮১ জন আক্রান্ত, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৩৮ হাজার ০৬১ জন। গত ২৪ ঘন্টায় করোনা থাবায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৮৪ জনে।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের শনিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩৪৬৭৮৬ জন। এরমধ্যে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি ,কর্ণাটক, কেরালা, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, তামিলনাডু, গুজরাট এবং রাজস্থান-এই দশটি রাজ্যে আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের ৭৪.১৫ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584