চার ম্যাচে জয় অধরা রইলো মোহনবাগানের

0
62

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

পরপর চার ম্যাচে জয় অধরা রইল এটিকে মোহনবাগানের। বৃহস্পতিবার বোম্বেলিম স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির সঙ্গে ৩ -৩ গোলে ড্র করে আইএসএল লীগ তালিকায় ছয় নম্বরে নেমে গেল মোহনবাগান। এদিন প্রথম থেকে তিন পয়েন্ট লক্ষ্য রেখে আক্রমণাত্মক ফুটবল খেলে মোহনবাগান। প্রথম গোলটি আসে ম্যাচের ১৩ মিনিটে শুভাশিস কর্নার থেকে হেডে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয়। কিন্তু মোহনবাগান লিড বেশিক্ষণ ধরে ধরে রাখতে পারেনি।

Mohunbagan vs Bengaluru

ম্যাচের ১৮ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসি ক্লেটনকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেনি ক্লেটন। ম্যাচের ২৬ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেয় ড্যানিশ। সেটপিস থেকে অসামান্য হেডে গোল করেন বেঙ্গালুরু এফসির এই মিডফিল্ডার। গোল খেয়ে মোহনবাগান আরও আক্রান্ত হয়ে ওঠে, ম্যাচের ৩৬মিনিটে রয় কৃষ্ণা থ্রো থেকে দুর্দান্তগোল করেন হুগো বুমোস। বিরতি পর্যন্ত ২-২ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগান অনেকটা চেপে ধরে বেঙ্গালুরু এফসিকে। ৫৮ মিনিটের মাথায় মোহনবাগান ডিফেন্ডার শুভাশিসকে বেঙ্গালুরু রক্ষনের খেলোয়াড়রা বক্সের মধ্যে ফেলে দিলে মোহনবাগানকে পেনাল্টি দেয় রেফারি।

মোহনবাগান স্টার ফুটবলার ফুটবলার রয় কৃষ্ণা ৩-২ করে দেয়। এরপর ম্যাচের অনেকটাই সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। এমত সময় ম্যাচের ৭২ মিনিটে কর্নার থেকে আবারো হেডে গোল করে তিনতিন করে দেয় ব্যাঙ্গালোর এফসি দীর্ঘদেহী ফরওয়ার্ড ইবারা।

আইএসএল এর প্রথম থেকে ব্যাঙ্গালোর এফসি অগোছালো ফুটবল খেলেও এই দিনে তাদের অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছিলো ।বল পজিশনে অনেকটাই এগিয়ে ছিল মোহনবাগান থেকে । আরো দেখার বিষয় মাঝমাঠ অনেকটাই সাবলীল দেখায় সুনীল ছেত্রীর ব্যাঙ্গালোর এফসি কে। সে তুলনায় মোহনবাগানের রক্ষণাত্মক ঢিলেঢালা এবং সেট পিসে ডিফেন্ডারদের নিজেদের ভুলের কর্নার থেকে দুটি গোল হজম করতে হয়।

আরও পড়ুনঃ কোহলি বিতর্কে অবশেষে মুখ খুললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী

যদিও অ্যান্টোনিও হাবাস খেলায় ৮২ মিনিটে দুটি পরিবর্তন করে উলিয়ামস ও প্রবীর ঘোষ কে নামালেও কাজের কাজ কিছু হয়নি। ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে লীগ তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেল মোহনবাগান ।এই দিনের ম্যাচের সেরা খেলোয়াড় শুভাশিস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here